ফরিদপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত
ফরিদপুরের সালথা গট্রিতে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নজরুল মাতব্বর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল দশটায় গট্টি ইউনিয়নের দরগা গট্টি মোড়ে উক্ত সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। তার পিতার নাম মৃত- মোজাহার মাতুব্বর, সাং- আড়ুয়াকান্দি থানা: সালথা।
সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন সালথা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের নিজ বাড়ি আড়ুয়াকান্দিতে উপস্থিত হয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল টি সালথা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। সংঘর্ষ হওয়ার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন
Array