পরিবেশ রক্ষায় মান সম্পন্ন পন্য বিপননে ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠান
সুলতানা আক্তার, ফরিদপুর প্রতিনিধি;
ফরিদপুর এর ভাঙ্গায়মমা সম্পন্ন পন্য বিপননের মাধ্যমে পরিবেশ রক্ষায় ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা পরিবেশ বান্ধব রান্নায় উদ্যোক্তাদের ইকো সিস্টেম শক্তিশালী করেন বিভিন্ন ইলেকট্রনিক কুকিং পন্যের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন উন্নয়ন সংস্থার অন্তত ৩০ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:জালাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানহীন পন্য বিক্রি করেন ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করা হলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন মান সম্পন্ন পন্যের ব্যবহারের পাশাপাশি পরিবেশ রক্ষার আধুনিক ইলেকট্রনিক চলার ব্যাবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাক্টিক্যাল এ্যকশন ও এস এনভি এর আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুড ঘর রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রচলিত চুলা ব্যাবহারের পরিবর্তে ইলেকট্রিক চুলা (রাইস কুকার কারি কুকার ও ইনডাকশন) ব্যাবহারের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সহ খরচ কমানো সম্ভব বলে মত প্রদান করা হয়। ফলে ইলেকট্রিক চুলার ব্যাবহার বাড়াতে বিপননকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বিশেষ প্রণোদনা প্রদানের ঘোষণা দেয়া হয়।
প্রাক্টিক্যাল একশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্লিন কুকীং) মো:সাব্বির আহমেদ ও এস এনভি নেদারল্যান্ড এর ফান্ড ম্যানেজমেন্ট এডভাইজার মো:সালিম হোসেন প্রশিক্ষণ প্রদান করেন।
আপনার মতামত লিখুন
Array