ফরিদপুরে তুরাগ হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
সুলতানা আক্তার, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আসাদজ্জামান নূর (তুরাগ) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকা বাসীর উদ্যোগে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ঘটিকায় তুরাগ এর পিতা আলাদীন হাওলাদার এর সভাপতিত্বে শহরের আলিপুর রাজ্জাকের মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাব এর সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার শেখ নুরুল ইসলাম, তুরাগের কাকা আশরাফ উদ্দীন আহমেদ নয়ো, তুরাগ এর ভাই জনাব আবুল কালাম আজাদ, সহপাঠি আদিবাসী জাহান লইয়া, জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য সহপাঠি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১১অক্টোবর ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের অন্তর্গত গোবিন্দ প্রস্থ জনৈক জামাল মোল্লার মেহগনি বাগানে আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ এর মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী কোতয়ালী থানা পুলিশ কে সংবাদ দিলে থানা পুলিশ কর্তৃক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন তুরাগ এর হত্যাকাণ্ডের এক মাস অতিক্রান্ত হলেও একজন ছাড়া পুলিশ প্রশাসন কর্তৃক কাওকে গ্রেফতার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা অতি বিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন
Array