ফরিদপুর এ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল
সুলতানা আক্তার, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংগঠনের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে শুক্রবার বিকেল সাড়ে চারটা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুর হক সহ কারাবন্দী সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাও:মুফতি মাহমুদুল করিম, সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেওয়ার হোসাইন, খেলাফত যুব মজলিশ কোতয়ালী থানা শাখার সভাপতি জনাব মাও:আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য মাও:রইসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন
Array